ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের জয়
৯ জানুয়ারি ২০১৯ ১৮:৫৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৯ ১৯:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নি কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। মহাজোট প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ৩৯ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
এদিকে, ৩০ ডিসেম্বর অনিয়ম ও সংঘর্ষের কারণে বন্ধ হওয়া আশুগঞ্জের তিনটি কেন্দ্রেই বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থগিত হওয়া তিনটি কেন্দ্রেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন। তিনটি কেন্দ্রের মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ২৮৫৫ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৭৪ ভোট।
তবে আগে থেকে ১০ হাজার ১৫৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকা বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার সর্বশেষ স্থগিত ৩টি কেন্দ্রসহ ৪৮টি কেন্দ্রে মোট ৮হাজার ৫৭৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত ৩ কেন্দ্রে ভোট আজ, কড়া নিরাপত্তা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের পুনঃভোট ৯ জানুয়ারি
ফল হয়নি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে, ভোট হবে স্থগিত ৩ কেন্দ্রে
সারাবাংলা/এমএইচ