মন্ত্রিসভায় নওফেল, চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
৭ জানুয়ারি ২০১৯ ২০:৩৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৯ ২০:৩৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মন্ত্রিসভার সদস্য করায় বন্দরনগরীতে আনন্দ মিছিল হয়েছে। বিভিন্নস্থানে পৃথক মিছিল-সমাবেশে মিষ্টিও বিতরণ করা হয়।
সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে নগরীর কে সি দে রোডে নওফেলের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে বের হয় আনন্দ মিছিল। নগরীর কোতোয়ালী থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল হয়েছে। মিছিল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার, আমতল, নিউমার্কেট হয়ে তিন পোলের মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের পাশাপাশি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এই সরকার শিক্ষাবান্ধব সরকার। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকারের আন্তরিক প্রয়াসের অংশ হিসেবে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপমন্ত্রী করা হয়েছে। আমরা চট্টগ্রামবাসী জননেত্রীর কাছে কৃতজ্ঞ। আমাদের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল অবশ্যই সফল হবেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস সাজু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, আসাদুজ্জামান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ ও ফজলুল রহমান খান রানা।
এদিকে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজেও আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়েছে।
হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন সারাবাংলাকে বলেন, ‘আমাদের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের তরুণ প্রজন্মের রাজনীতিক। তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন, এটা আমাদের জন্য অনেক গৌরবের। এজন্য আজ (সোমবার) আমরা কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছি এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেছি।’
একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সারাবাংলা/আরডি/ আরএ