রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
৪ জানুয়ারি ২০১৯ ২১:৪৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ০১:৩৭
।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় বসু চাকমা (৪০) নামে জেএসএসের (এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে জ্যোতি প্রভা চাকমার বাড়িতে এ ঘটনা ঘটেছে। বসু চাকমা বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের সম্বভু লাল চাকমার ছেলে।
এসআই হিরো বড়ুয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে বসু চাকমা নামে একজনকে গুলি করে হত্যার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহের পাশে একটি একনালা বন্দুক, ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়ার কমিউনিটি সেন্টারের সামনে একটি ঘরে আমরা সকলেই মিলে ভাত খেতে বসেছিলাম। সেখানে কোনো কিছু বুঝে উঠার আগেই জেএসএস (সন্তু লারমা) সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের বসু চাকমাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই বসু চাকমার মৃত্যু হয়।
তবে এ ঘটনার পর যোগাযোগ করে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/এমএইচ