Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন বিশ্বনেতারা


৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:১২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

জাতীয় নির্বাচনে হ্যাটট্রিক জয় পাওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।

এদের মধ্যে রয়েছেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কি কান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে এবং ভুটানের প্রধানমন্ত্রী লোট তাসারিং।

পৃথক পৃথক বার্তায় তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

ভারতের প্রধানমন্ত্রী গণভবনে টেলিফোন করে শেখ হাসিনার সাথে কথা বলেন। এছাড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইটার পোস্টে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

টুইটারে মমতা লিখেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।’ এছাড়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বলেও সরকারি বরাতে জানানো হয়।

চীনের তৈরি নৌকা উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোট তাসারিং।

ভুটানের রাজা জিগমে খেসার নাগমায়েল ওয়াংচুক বাংলাদেশের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় তিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী পাঁচ বছরের শাসনকালে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রাজার পাশাপাশি ভূটানের প্রধানমন্ত্রী লতায় টশেরিংও প্রধানমন্ত্রীকে নির্বাচনে জয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে এক ফোনকলের মাধ্যমে অভিনন্দন জানান তিনি।

এছাড়া, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও  নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিও নির্বাচনে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সারাবাংলা/ এনআর/এনএইচ/ আরএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতারা শুভেচ্ছা বার্তা