পেকুয়ায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:০৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:১৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজারের পেকুয়ায় বিএনপি সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে আব্দুল্লাহ আল ফারুক নামে এক আওয়ামী লীগ কর্মীকে। রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল ফারুক রাজাখালীর ওলিয়া পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাখালী মাতব্বর পাড়ায় ভোট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বিএনপি সমর্থকরা মারাত্মকভাবে কুপিয়ে আহত করে আওয়ামী লীগ সমর্থক আব্দুল্লাহ আল ফারুককে। পরে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পেকুয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সাবের জানান, তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, নিহতের খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
সারাবাংলা/এনএইচ