Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার অভিযোগে বিরল উপজেলা চেয়ারম্যান কালু গ্রেফতার


২৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর: নাশকতা ও প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে কালুকে গ্রেফতার করা হয়। কালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রছুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোলাম রছুল সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

ওসি আরও বলেন, এছাড়া ভোট গ্রহণের দিন নাশকতামূলক কর্মকাণ্ড করতে একটি পথ সভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচআর/এনএইচ

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো