অর্থমন্ত্রীকে নিয়ে নৌকার প্রচারে ড. মোমেন
২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:১২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে টিলাগড় এলাকায় প্রচারণা করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট সদর উপজেলার টিলাগড়ের বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে প্রচারণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রঞ্জিত সরকার, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আফছর আহমদ, সাবেক চেয়ারম্যান বেলাল হোসাইন, ছাত্রলীগ নেতা কামরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতারা।
সারাবাংলা/এমএইচ