Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় সংঘর্ষ, আহত অন্তত ১০০


২৫ ডিসেম্বর ২০১৮ ২০:০৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ২১:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক-পুলিশসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ডে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল ও ৬২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ সময় ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির ভালুকা প্রতিনিধি এস এম. শাহজাহান সেলিম, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি কামরুজ্জামান মানিক, ভালুকা মডেল থানার চার পুলিশসহ উভয়পক্ষের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মোহনা টিভির ভালুকা প্রতিনিধি এস.এম. শাহজাহান সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এমএইচ/একে

একাদশ নির্বাচন ময়মনসিংহ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর