বিএনপির আমলে কোনো উন্নয়ন হয়নি : গোলাম দস্তগীর গাজী
২৫ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে কোনো উনয়ন হয়নি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের পিতলগঞ্জে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতি কতৃর্ক আয়োজিত সিলেবাস বিতরণ, শিক্ষক সমাবেশ ও গুণিজন আলোচনাসভায় তিনি একথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে দেশের কোনো উন্নয়ন করেনি। সারাদেশে যতো উন্নয়ন হয়েছে তার বেশির ভাগ আওয়ামীলীগ করেছে। বিগত ১০ বছর কী উন্নয়ন হয়েছে সেটা দেশবাসী জানে। তাই দেশবাসীর বিবেকের কাছে প্রশ্ন আপনারা কাকে ভোট দেবেন? যারা উন্নয়ন করেছে তাদেরকে ভোট দেবেন নাকি যারা দেশের উন্নয়ন চায় না তাদের ভোট দেবেন?’
রূপগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৯৫ শতাংশ ভবন নতুন করে করা হয়েছে উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘ভুলতা ফ্লাইওভারের কাজ শেষ হলে বদলে যাবে পুরো রূপগঞ্জ। এছাড়া রূপগঞ্জে যতো রাস্তাঘাট হয়েছে তার সব করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি কী করেছে? তারা কী কী উন্নয়ন করেছে সেটা তারা নিজেরাও জানে না। কারণ তারা কোনো উন্নয়ন করেনি।’
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব) কে.এম সফিউল্লাহ বীর উত্তম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আল-আমিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হোসেন ভুঁইয়াসহ প্রমুখ।
আরো পড়ুন : ‘আ.লীগ ক্ষমতায় গেলে বেকারত্ব থাকবে না’
সারাবাংলা/এসজে/এসএমএন