Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার ছিল বিএনপি প্রার্থীদের জন্য ভয়ঙ্কর দিন : রিজভী


২৫ ডিসেম্বর ২০১৮ ১৪:১৩

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনি প্রচারণার ১৫তম দিন সোমবার (২৪ ডিসেম্বর) বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ( ২৫ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘গতকাল ছিল সবচেয়ে ভায়োলেন্ট দিন। আওয়ামী সন্ত্রাসীদের টেক্কা দিয়ে পুলিশই সন্ত্রাসী আক্রমণে প্রাধান্যে থেকেছে। দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের প্রচারণা ও সমাবেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে গতকাল। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল ছিল বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন ‘

হামলা ও গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গাড়িতে ভয়ঙ্কর হামলা করা হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ড. মঈন খানের ওপর সশস্ত্র হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ওপর আবারও হামলা করা হয়েছে।’

‘এ ছাড়া ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরির ওপর হামলা করেছে আওয়ামী লীগ। কিশোরগঞ্জে ধানের শীষর প্রার্থী মেজর (অব.) আক্তারুজ্জামান ও শরীফুল আলমের ওপর গুলি চালিয়েছে পুলিশ। তাদের শরীরে পরিধেয় রক্তে ভিজে গেছে। শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রচারণায় সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী লীগ। গুরুতর আহত ও মুমুর্ষ  অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য’, জানান রিজভী।

বিজ্ঞাপন

শেরপুরে ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার ওপর হামলা করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বরিশালে সরদার সারফুদ্দিন আহমেদ সান্টু হামলায় আহত হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

‘এছাড়াও গতকাল আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, ফজলুল আজিম, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিম রেজা হাবিব, আজহারুল ইসলাম মান্নান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ’—অভিযোগ রিজভীর।

তিনি জানান, গত এক সপ্তাহ ধরে কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ অবরুদ্ধ হয়ে আছেন। গতকাল রাতে সপরিবারে মিজানুর রহমান সিনহা হামলার শিকার হয়েছেন। হামলায় খাগড়াছড়িতে মারা গেছেন দুইজন।’

রিজভীর অভিযোগ, ‘গতকাল প্রায় ২৮ নির্বাচনী আসনে হামলা হয়েছে। ধানের শীষের ১৯ প্রার্থীসহ আহত শতাধিক। এতদিন পুলিশ লাঠিপেটার পাশাপাশি মাঝে মাঝে গুলি করত। এখন লাঠি বাদ দিয়ে শুধু গুলি চালাচ্ছে ধানের শীষের প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর।’

ভোটে আওয়ামী লীগের পক্ষে মাঠে কাজ করার জন্য ডিসি, এসপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সর্বস্তরের পুলিশ সদস্যদের কাছে সরকারের পক্ষ থেকে প্রচুর নগদ টাকা বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি অপারেশনাল ইউনিটে নগদ অর্থ পৌঁছানো হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের জন্য ব্যাপক টাকা ছড়ানো হচ্ছে।’

সারাবাংলা/এজেড/এসএমএন

রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর