Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার সরকার সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে: ড. মোমেন


২৪ ডিসেম্বর ২০১৮ ২১:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশের শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিগত ১০ বছরে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে, উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করেছেন। বিশেষ করে সিলেট অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে পরিবেশ বজায় ছিল।’

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সিলেট নগরীর শিবগঞ্জ মনিপুরীপাড়া ও আশপাশ এলাকায় গণসংযোগ শেষে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন এসব কথা বলেন। পরে তিনি দক্ষিণ সুরমার রেল-স্টেশন কলোনী এলাকায় গণসংযোগ করেন। বিকেলে নগরীর লামাবাজারে নির্বাচনি সভায় বক্তব্য দেন তিনি।

ড. মোমেন বলেন, ‘সংবিধানে দেশের সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে। কিন্তু, অতীতে আমরা দেখেছি, সন্ত্রাস-লুটতরাজ ও দখলদারিত্বের কারণে ক্ষুদ্র জাতিগোষ্ঠির মানুষ সবসময় ভীতিকর পরিস্থিতিতে বসবাস করতো। তাদেরকে সবধরণের সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাগ্রহণের পর সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। শিক্ষা, চাকুরী, ব্যবসা-বাণিজ্য ও উৎসবে ক্ষুদ্র জাতিগোষ্টির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় এখন তারা সমান অংশীদার।’

এই ধারা অব্যাহত রাখতে এবং একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠায় তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

এসময় ড. মোমেনের সঙ্গে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিরের সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টু, মহানগর আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সালাহ উদ্দিন বকস ছালাই, কাউন্সিলর রকিবুল হাসান ঝলক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, বাংলাদেশ মনিপুরী যুব সমিতির সভাপতি ফেলেম ধীরেন সিংহ, সাধারণ সম্পাদক ওয়াই লাড়ু সিংহ, প্রদীপ সিংহ, চন্দ্র শেখর সিংহ বদর, ধর্মজিৎ সিংহ, চানমনি দেবী, জীতেন সিংহ, নীলমনি সিংহ, পরিমল সিংহ, হরিলাল সিংহ, শিবগঞ্জ মনিপুরী পূজা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সিংহ, সহ-সভাপতি খৈশনাম পূর্ণিমা, রাসেল সিংহ, আতিয়া মাইরাম, ছাত্রলীগ নেতা রজত সিংহ প্রমুখ।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর