Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহ এলো রে!


২৩ ডিসেম্বর ২০১৮ ১০:৪৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১০:৫৬

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

রাজশাহীতে শীত কেমন? রাজশাহীর শীত কনকনে, হিম হিম, একদম হাড়ে গিয়ে বিঁধে। সেই শীত রাজশাহীতে শুরু হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজশাহীতে তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে।

আবহাওয়াবিদদের হিসেবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই তা শৈত্যপ্রবাহ। সে হিসেবে শৈত্যপ্রবাহ রাজশাহীতে এসে গেছে শুধু দেশ জুড়ে তার আগমনী হওয়ার বাকি।

এত শীতের মধ্যে গরম খালি জমে আছে টেকনাফে। টেকনাফ কী ভেবে এখনও সর্বোচ্চ ২৭, ২৮, ২৯, ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামাতে পারছে না।

একটা শৈত্যপ্রবাহ দেশে আসবে আসবে করছে। এদিকে উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ আছেই আমাদের ওপর। আকাশও মেঘলা, কে আটকাতে পারবে শীত আসা? সে তো আসবেই।

এখন কথা হচ্ছে আমরা শীতে হিরহির করে কাঁপবো নাকি এই শীত একে অপরপকে সহযোগিতা করে মোকাবিলা করব? চলুন এই শীতকেও দেখিয়ে দেই মনের জোরের ওপর কোনো জোর নেই।

শুভ হোক দিনটি।

সারাবাংলা/এমএ/এমএইচ

আবহাওয়া শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর