Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আবু সাঈদ গ্রেফতার


২১ ডিসেম্বর ২০১৮ ১৪:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

যশোর : যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি জোটের প্রার্থী মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসাইনকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল শহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আবু সাঈদের ঝিকরগাছা শহরের বাসভবনে একদল হেলমেটধারী দুর্বৃত্ত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। দুর্বৃত্তরা তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত যানবাহনের ছবি বৃহস্পতিবার রাতেই নিজের ফেসবুক আইডিতে আপলোড করেছিলেন আবু সাঈদ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আবু সাঈদ আগের একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি। শুক্রবার দুপুরেই তাকে যশোরের আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আবু সাঈদ যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির। নির্বাচন কমিশনে দলের নিবন্ধন বাতিল হলেও একাদশ জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন।

সারাবাংলা/এসএমএন

গ্রেফতার মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসাইন যশোর-২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর