Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয় তারা কীভাবে বিচার করবে


২০ ডিসেম্বর ২০১৮ ২১:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ভোলা: ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে বলেন, ‘যে দল ২২ জন যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিয়েছে তারা কীভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে? যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাবরের স্ত্রীকেও মনোনয়ন দিয়েছে বিএনপি।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ভোলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনি গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গ মতনিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘ঐক্যজোটের মধ্যে জামায়াতের লোক যারা ধানের শীষে নির্বাচন করছে, তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন। তার কোনো নীতি-আদর্শ নেই। তিনি মরহুম কামাল হোসেন। তিনি আজ মৃত। জনগণ আজ ঐক্যবদ্ধ, জনগণই তাদের বিচার করবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০০১ সালের পর বিএনপি যে অত্যাচার নির্যাতন করেছে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর ভোট দিয়ে মানুষ সেই সন্ত্রাসীদের জবাব দেবে।’
এর আগে তোফায়েল আহমেদ ভোলা সদরের পশ্চিম ইলিশা, বাপ্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সিনিয়ল সহ-সভাপতি দোস্ত মাহামুদ, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

তোফায়েল আহমেদ ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর