Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহীর বাড়িতে গুলি, আ’লীগ কার্যালয়ে আগুন


২০ ডিসেম্বর ২০১৮ ০০:২৬

মাহী বি চৌধুরী

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:  নৌকা মার্কার হয়ে মনোনীত যুক্তফ্রন্টের প্রার্থী মাহী বি চৌধুরীর মুন্সিগঞ্জের বা‌ড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পিএস জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। প্রায় একই সময়ে আটপাড়া এলাকায় মাহী বি. চৌধুরীর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ৪টি মোটর সাইকেলে ৮ জন দুর্বৃত্ত এসে মাহীর বাড়ির শোবার ঘর লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তারা হেলমেট পরে ছিল। এ সময় মাহী বাড়িতে ছিলেন না। ঘরে ছিলেন মাহীর স্ত্রী। এতে কেউ হতাহত হয় নাই।

এ ঘটনার পর আটপাড়া গ্রামে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে মাহী বি. চৌধুরীর বাড়িতেই অবস্থান করছি। গুলি চালানো হয়েছে। ঘরের জানালায় ১ রাউন্ড গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ৪ টি গুলির খোসা জব্দ করেছি আমরা। অন্যদিকে আটপাড়া আওয়ামী লীগ কার্যালয় পোড়ানোর খবর পেয়েছি। সেখানে যাচ্ছি। কাউকে আটক করা সম্ভব হয়নি।’ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সারাবাংলা/ইউজে/পিএ

একাদশ জাতীয় নির্বাচন গুলি নির্বাচন মাহী বি চৌধুরী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর