Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইল-ফিলিস্তিন শান্তিচুক্তি নিয়ে নিকি হ্যালির ইঙ্গিত


১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত নিকি হ্যালি ইসরাইল-ফিলিস্তিন শান্তিচুক্তি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, এই চুক্তিটি দীর্ঘমেয়াদী ও এটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করবে। খবর আল জাজিরার।

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপন নিয়ে এখনও পরিকল্পনা ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চুক্তিটিকে ‘এই শতকের সেরা চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে হ্যালি বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। পূর্বের চেয়ে অনেক বেশি বিষয়ে গভীর চিন্তা করে এটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

হ্যালি তার বক্তব্যে চুক্তিটি নিয়ে তেমন কোন বিশদ বর্ণনা দেননি। তবে বলেছেন, চুক্তিটি তৈরির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঘটা শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, চুক্তিটিতে এমন অনেক জিনিস রয়েছে যেটি উভয় পক্ষের পছন্দ হবে ও পছন্দ হবে না।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, শান্তি আলোচনায় যোগ দিলে ফিলিস্তিনিরা অনেক কিছু পাবে। এই চুক্তিটি পূর্বের সকল চুক্তি থেকে ভিন্ন হবে। বিবেচ্য বিষয় হচ্ছে, এর প্রতি অংশীদারদের প্রতিক্রিয়া ভিন্ন হবে কিনা।

উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্যের এই শান্তিচুক্তিটির দায়িত্বে রয়েছেন, ট্রাম্প জামাতা জারেড কুশনার ও মার্কিন রাষ্ট্রদূত জেসন গ্রিনব্ল্যাট।

গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ বিশ্বজুড়ে সমালোচিত ও নিন্দিত হয়েছে। এই পদক্ষেপের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় হওয়া কোন শান্তিচুক্তি মেনে নেবে না।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন

আরো