কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রীর মৃত্যু
১৯ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে বিদেশি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে চান্দিনা উপজেলার নুরিতলায় পৌছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ