Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাস চালক-হেলপারের মৃত্যু


১৯ ডিসেম্বর ২০১৮ ১১:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এই ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানা জানিয়েছে, মহাসড়কের সুয়াগাজী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী আলিফ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়। সড়কের পাশে থামিয়ে বাসটির চাকা লাগানোর সময় আরেকটি গাড়ি বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ওই বাসের নিচেই চাপা পড়েন বাসটির চালক ও হেলপার।

নিহতরা হলেন, বাসচালক কুমিল্লা জেলার বাঙ্গরা থানার রাজা চাপিতলা গ্রামের রুহুল আমিন এবং হেলপার ফেনী জেলার চরকালিদাস এলাকার খায়ের উদ্দিন।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ ও বাসটি উদ্ধার করে।

সারাবাংলা/এসএমএন

কুমিল্লা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর