Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে স্টিল মিলে ৮ শ্রমিক দগ্ধ


১৭ ডিসেম্বর ২০১৮ ২৩:০২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর শ্যামপুর বালুর মাঠে একটি স্টিল মিলে গলানোর কাজ করার সময় আট শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন আব্দুল লতিফ (৩৫) মো. লাবু (২৫) জাহাঙ্গীর হোসেন (৩০) আ. আজিজ (৩২) আ. মান্নান (৪০) আল আমিন (৩০) আফসার আলী (৩৫) শাহ আলম (২৮)।

তাদের সহকর্মী মিরাজুল ইসলাম জানান, তারা শ্যামপুর বালুর মাঠ ওয়াসার গেট এলাকায় কদমতলি স্টিল মিলে কাজ করে।

দগ্ধরা মিলের পুরাতন লোহা গলানোর কাজ করে। সন্ধ্যায় তারা ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল। লোহা গলানোর কাজ শেষ করে নামানোর সময় তাদের শরীরে পড়ায় তারা দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ আটজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের পাঁচজনের অবস্থা গুরুতর।

কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শ্যামপুরে স্টিল মিলে শ্রমিক দগ্ধের খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/একে

আট শ্রমিক দগ্ধ শ্যামপুর স্টিল মিল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর