নওগাঁয় মহান বিজয় দিবস পালিত
১৭ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০৭:২৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁ: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস।
রোববার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি।
সকাল ৯টায় নওগাঁ স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
সারাবাংলা/কেকে