শীতের দিনে মেঘের গোমর
১৫ ডিসেম্বর ২০১৮ ১০:৫৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১১:৩৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
শীতের দিনে শীত হবে, শুষ্কতা হবে, কুয়াশা হবে। কুয়াশার মধ্য দিয়ে মিঠে রোদ উঠবে সেই রোদে গা সেঁকা হবে। তবেই না শীতের গৌরব।
শীতকালের আনুষ্ঠানিক শুরুতেই শীতের সেই সহজাত সুন্দর অভিজ্ঞতাকে শেষ করে দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটা গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে গভীর সাগর তো উত্তাল আছেই। মেঘ আছে আমাদের আকাশে।
নিম্নচাপের জন্য এখনও বন্দরগুলোকে এক (১) নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷ আজকেই বৃষ্টি এসে যাবে এমন না। কিন্তু মেঘ সারাদিন সূর্যকে চাপে রাখবে।
তো আর কী শীতের জামা-কাপড় গায়ে চড়িয়ে মেঘের কাজকর্ম দেখুন৷ শুধু পরিবারের কেউ অসুখ যেন বাঁধিয়ে না ফেলে এই বিষয়ে লক্ষ রাখুন।
নিরাপদে কাটুক, মেঘলা শীতের দিনটি।
সারাবাংলা/এমএ/আরএ