Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিএনপির ১০৩ নেতাকর্মীর জামিন


১০ ডিসেম্বর ২০১৮ ২০:৫১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ২১:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১০৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ জামিনের আদেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ন সম্পাদক শামীম খান, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা বাবু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে শহরের মুজিব সড়কে মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা বানু রুমা বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ৩০/৩৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

গত ১২ নভেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন আসামিরা। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ সোমবার জেলা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন।

সারাবাংলা/টিআর

জামিন বিএনপি নেতাকর্মীদের জামিন সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর