ডিবি কার্যালয় গুমের ঘাঁটি : রিজভী
৮ ডিসেম্বর ২০১৮ ১৩:১৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১৭:১৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একতরফা নির্বাচন করতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশকেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়কে গুমের নতুন ঘাঁটি হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘গত ১৯ নভেম্বর বিএনপির মনোনয়নপ্রত্যাশী যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধারের পর তার আরেক সহকর্মী বিএনপি নেতা কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুর রহমানকে ঢাকায় ডেকে এনে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ঢুকিয়ে গুম করা হয়েছে’
সাইফুর রহমানের পরিবার ও সহকর্মীদের বরাত দিয়ে রিজবী জানান, ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে একজনের টেলিফোন পেয়ে ঢাকায় যান সাইফুর রহমান। গত ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। এরপর তার আর খোঁজ মিলছে না।
রিজভী বলেন, এর আগে দলের মনোনয়নপত্র তুলতে ঢাকায় এলে অপহরণ করা হয় একই ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আবু বকরকে (৬৫)। ১৯ নভেম্বর বুড়িগঙ্গায় তার লাশ পাওয়া যায়।
সাইফুরের পরিবার ও সহকর্মীদের বরাত দিয়ে রিজভী আরও জানান, সাইফুরকে ডিবির কর্মকর্তা পরিচয়ে একজন বারবার ফোন করে ঢাকায় যেতে চাপ দিলে তিনি তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমানসহ অন্য মেম্বারদের জানান। চেয়ারম্যান আরেক মেম্বার আবদুল লতিফ গাজীকে সঙ্গে দিয়ে তাকে ঢাকায় পাঠান। আবদুল লতিফ গাজী জানিয়েছেন, ২৭ নভেম্বর ঢাকায় নেমে বেলা সাড়ে ১১টার দিকে তারা ডিবি কার্যালয়ে যান। সাইফুর এরই মধ্যে ওই কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথাও বলেন। তাদেরকে ১২টার দিকে ডিবির ফটকে থাকতে বলা হয়। সেই অনুযায়ী তারা ডিবি অফিসের মূল ফটকসংলগ্ন চালাঘরে অপেক্ষা করেন।
রিজভী বলেন, কিছুক্ষণ পরে ভেতর থেকে একজন লোক এসে সাইফুরকে ডেকে নিয়ে যান। লতিফ গাজী বলেন, তিনিসহ আরও দুই ব্যক্তি সেখানে অপেক্ষা করছিলেন। পরে তাদেরকে রাস্তার অপর পাড়ে গিয়ে অপেক্ষা করতে বলা হয়। তিনি বলেন, ‘এরপর জোহর গেল, আসর গেল; সাইফুর আর আসে না। আমি গেটে যাই খোঁজ নিতে। আমারে কয়, ভেতরের খবর তারা জানে না। সন্ধ্যার পরে আমি চলে আসি। এরপর আর কোনো যোগাযোগ করতে পারিনি।’
এখনও পর্যন্ত সাইফুরের কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানান রিজভী।
এসময় রিজভী আরও বলেন, ‘সিইসিকে এম নুরুল হুদা সাহেবের কথাই প্রমাণ করে যে, তফশীল ঘোষনার পরে এখন যে গুম, খুন, গ্রেফতার, মামলা, রিমান্ড চলছে সবই কি তাহলে তাঁর নির্দেশেই হচ্ছে?’
তিনি বলেন, ‘আমি ইসি’র প্রতি আহবান জানাবো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ পুলিশ ও জনপ্রশাসনের সকল অপতৎপরতা নিয়ন্ত্রণ করুন। ক্রসফায়ার, গুম, খুন, গ্রেফতার মিথ্যা মামলা, দমন, নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিন।’
সারাবাংলা/এসও/এসএমএন