গরম কারাগার ঢাকায়
৭ ডিসেম্বর ২০১৮ ১০:৫৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৮ ১১:০৯
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সারাদেশ থেকে শীত শুরুর খবর আসছে। কম-বেশি সবখানেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। শুধু ঢাকাতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস। কারণ ঢাকাকে আমরা যে একটা তাপ কারাগার বানিয়ে ফেলেছি। এর থেকে আমাদের মুক্তি নাই।
আজ আকাশ থেকে মেঘেরা একদম উধাও। এত কম যে তাদের খুঁজতেই দূরবীন লাগে কি না কে জানে। মেঘ নেই কই সূর্য একটু এলাকা দখল করবে না তিনিও এদিকে সেদিক ঘুরে বেড়াচ্ছে তাই খুব রোদের আশা করাই দূরাশা।
মেঘ নেই গরম কমে নেই এত কিছুর মধ্যে সবচেয়ে ঠিক জায়গায় আছে বাতাসের আর্দ্রতা। কম ছিল কম আছে আর কম থাকবে।
তো ছুটির দিনে আর কাজ কী? নিজের যত্ন নিন, গরম কাপড়গুলো তৈরি করে নিন। শীতের কোনো ঠিক ঠিকানা নেই। ঝুপ করে একদিন পড়ে যাবে।
শুভ যাক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ