Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্টা মামলা চান খালেদার আইনজীবীরা


১০ জানুয়ারি ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৫১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‍দুর্নীতির মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। মিথ্যা মামলা দিয়ে খালেদাকে হয়রানি করার অভিযোগে ওই মামলার সাতজন সাক্ষী, এজাহার দায়েরকারী এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বকশীবাজারে ঢাকার  বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামানের কাছে খালেদার আইনজীবীরা দুপুরে আবেদন করেছেন।

আবেদনে বলা হয়েছে, মামলার সাক্ষীরা জাল দলিল, কাগজপত্র তৈরি করে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এর মাধ্যমে খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে,  মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাক্ষীরা দণ্ডবিধির ১৯৩, ১৯৫, ১৯৬, ৪৬৬, ৪৬৯, ৪৭১ ও ১০৯ ধারায় সুস্পষ্ট অপরাধ সংঘটন করেছেন।

আদালত আবেদনটি গ্রহণ করেছেন তবে এখনো কোনো আদেশ দেননি।

সারাবাংলা/এআই/একে

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর