Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার দেরিতে বিরক্ত বিচারক


১০ জানুয়ারি ২০১৮ ১৪:১৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৫১

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : দুর্নীতির দুই মামলার কার্যক্রম বুধবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক সময়ে না আসায় মামলার শুনানি শুরু হয় দেরিতে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বকশীবাজারে বিশেষ আদালতে আসেন খালেদা জিয়া। এরপর শুরু হয় মামলার যুক্তিতর্ক শুনানি।

আদালতে আসতে খালেদা জিয়ার দেরি হওয়ায় তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

বিচারক বিরক্ত প্রকাশ করে আইনজীবীদের উদ্দেশে বলেন,  আপনারা সকাল ১০টার মধ্যে আসতে পারলে খালেদা জিয়া কেন আসতে পারবেন না?

বিচারক বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতের কার্যক্রম শুরু হবে। আজ বিকেল সাড়ে ৪টার মধ্যে খালেদার পক্ষে যুক্তিতর্ক শেষ করতে হবে। আজকে অষ্টম দিনেও খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শেষ হয়নি। আজকের মধ্যে যুক্তিতর্ক শেষ করে অন্য আসামিদের যুক্তিতর্কের সুযোগ দিতে হবে।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, রাস্তায় জ্যাম থাকায় খালেদা জিয়ার আসতে দেরি হয়েছে।

খালেদা জিয়ার অন্য আইনজীবীরা বলেন, এটি কি মার্শাল কোর্ট, যে যথাসময়ে উপস্থিত হতে হবে?

এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা হট্টগোল ‍শুরু করেন। এজলাসের মধ্যেই চেঁচামেচি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারক বলেন, আপনারা শান্ত হোন। না হলে আমি এজলাস ছেড়ে চলে যাব।

বিচারকের কথায় এজলাসের পরিস্থিতি শান্ত হয়।

বেলা ১১টা ৫২ মিনিটে আদালতে আসেন খালেদা জিয়া। এরপর মিনিট বিশেক পরে আদালতের কার্যক্রম শুরু হয়। ঢাকার বিশেষ জজ ড. মো.আখতারুজ্জামানের আদালতে খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক তুলে ধরন। খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি চলাকালে একঘণ্টার মাথায় বুকে ব্যথা অনুভব করেন অপর আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এই পরিস্থিতিতে আদালতের যুক্তিতর্ক শুনানি ১৫ মিনিটের জন্য বন্ধ থাকে। বিরতি শেষে আদালতের কার্যক্রম আবার শুরু হয়। বিরতির পর যুক্তিতর্ক তুলে ধরেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

আদালতে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম, আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবীর লিটন, আফরোজা আব্বাস, রুহুল কুদ্দুস তালুকদার।

খালেদা পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, খন্দকার মাহবুব হোসেন, সুপ্রীমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ আরও অনেকে।

সারাবাংলা/টিএম/একে

খালেদা জিয়া দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর