Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ হাজার কোটি টাকার আয়কর আদায়ের প্রত্যাশা


২ ডিসেম্বর ২০১৮ ২১:৩২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চলতি বছর ৫ হাজার কোটি টাকার আয়কর আদায় হতে পারে বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘চলতি বছর রিটার্ন জমা দেওয়ার সংখ্যা বাড়বে ৪০ ভাগ। বছরটিতে ২২ থেকে ২৪ লাখ রিটার্ন জমা পড়তে পারে।’

গত বছর ৪ হাজার কোটি টাকার আয়কর আদায় হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘এবার ৫ হাজার কোটি টাকার আয়কর আদায় হবে বলে আমরা আশা করছি।’

এ ছাড়া রিটার্ন জমা ৪০ ভাগ বাড়লেও প্রকৃত আয়কর আদায় ২০ শতাংশ বাড়বে, বলেও জানান তিনি।

সাধারণত ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় হলেও ওইদিন শুক্রবার থাকায় ২ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দেয় এনবিআর।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এবার আয়কর মেলায় যেরকম সাড়া পড়েছিলো, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলে এনবিআরের অফিসগুলোতেও একই রকম সাড়া পড়ে। এনবিআরের কর্মকর্তাদের সহযোগিতা এবং কারা রিটার্ন দেয় না—বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এ ধরণের প্রচারের কারণে রিটার্ন দাখিলকারীদের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

এ সময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমআই

আয়কর রিটার্ন এনবিআর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর