Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের ৪ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


২ ডিসেম্বর ২০১৮ ২০:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র বাছাইয়ে কক্সবাজার জেলার চারটি আসনের মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই চারটি আসনের বিপরীতে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাচাই বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল করে ৩০ জনকে বৈধতা দেওয়া হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা টাঙিয়ে দেয়া হয়।

ট্যাক্স ফাঁকি ও সম্পদের বিবরণী জমা না দেয়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ, প্রার্থীর পক্ষে দেয়া সাক্ষরে জালিয়াতির অভিযোগে মহেশখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক, অসম্পূর্ণ আবেদনের কারণে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এবং কক্সবাজার-৩ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র প্রার্থী পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে সকাল ১০টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চলে বাছাই প্রক্রিয়া, আপত্তি ও শুনানি পর্ব। এসময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ সহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

কক্সবাজার মনোনয়নপত্র মনোনয়নপত্র বাতিল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর