ভুয়া ভোটার তালিকা জমা, হিরো আলমের মনোনয়ন বাতিল
২ ডিসেম্বর ২০১৮ ১৫:১৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ১৯:৩১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বগুড়া: নির্বাচন করতে পারছেন না আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল ইসলাম হিরো আলম। তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।
রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ হিরো আলমের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
রিটানিং অফিস সূত্রে জানা গেছে, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।
এ ব্যাপারে হিরো আলম বলেন, আমি সঠিকভাবে স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। তবে যে কারণেই বাতিল হোক আমি আপিল করবো।
গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এ মডেল।
সারাবাংলা/এমএইচ