Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন চূড়ান্ত, জয়ে প্রত্যয়ী গোলাম দস্তগীর গাজী


২ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ১৪:২৩

গোলাম দস্তগীর গাজী, একাদশ নির্বাচন, জাতীয় নির্বাচন

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: যাচাইবাছাইশেষে নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মনোনয়নপত্র  বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)

রোববার ( ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়।

এদিন মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন দলের রূপগঞ্জের থেকে ১০ জন মনোনীত প্রার্থী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এদিন রূপগঞ্জের ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদের একজন জাকের পার্টির মাহফুুজুর রহমান অন্যজন স্বতন্ত্র প্রার্থী। ওই দুই প্রার্থীর হলফনামায় ভুল তথ্য দেওয়ার প্রমাণ পায় ইসি।

নিজের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘চেহারা দেখে নয়, উন্নয়ন দেখেই দেশের জনগণ আবারও নৌকায় ভোট দেবেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারদের প্যানেলে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে তথ্যগুলো যাচাইবাছাই শেষে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।

এই প্রার্থী আরও বলেন, ‘ আমরা (আওয়ামী লীগ) উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমরা এগিয়ে যেতে চাই। কারও চেহারা দেখে নয় জনগণকে উন্নয়ন দেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে। এছাড়া আমরা (আওয়ামী লীগ) শতভাগ জয়ে আশাবাদী। কারণ আমরা দুর্নীতি করিনি, আমরা উন্নয়ন করেছি। জনগণের জন্য কাজ করেছি। তাই নৌকা আবারও ক্ষমতায় আসবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

বিজ্ঞাপন

নির্বাচনে সবাই অংশ নেবেন আশাবাদ নিয়ে গোলাম দস্তগীর বলেন, ‘আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন করতে। জন্য আমরা সকল দলের সহযোগিতা চাই। আশা করি সকল দলের সহযোগিতা অব্যাহত থাকবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই চলছে রোববার। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রতি আসনে দাখিল হওয়া মনোনয়নপত্রগুলো যাচাইবাছাই করা হবে। এতে নির্বাচনে আগ্রহী কারও মনোনয়নপত্র বাতিল ঘোষিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাইতে পারবেন।

ইসি জানায়, রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা কারও মনোনয়নপত্র বাতিল করলে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। আপিল করতে হবে ইসির কাছে। আগামীকাল (সোমবার) থেকে ডিসেম্বরের (বুধবার) মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। ইসি ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবে।

সূত্র জানায়, যাচাইবাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীর যোগ্যতাঅযোগ্যতা বিবেচনা করে আইন অনুযায়ী মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করবেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত মনমতো না হলে সংক্ষুব্ধ ব্যক্তিরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ বা আপিল করতে পারবেন। এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তিকে সাদা কাগজে আবেদনের করে তথ্যপ্রমাণসহ নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করতে হবে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট।  নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। কোনো প্রার্থী চাইলে ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমএইচ/একে

গোলাম দস্তগীর গাজী জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশন মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর