টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু
১ ডিসেম্বর ২০১৮ ১০:১১ | আপডেট: ১ ডিসেম্বর ২০১৮ ১১:৪৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা বিক্রেতা হাবিব উল্লাহকে আটকের পর পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে শাপলাপুর পুরানপাড়ায় অভিযান চালায়। সেখানে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ইয়াবা বিক্রেতারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হাবিবকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে আহতবস্থায় তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় বন্দুক।
সারাবাংলা/এমএইচ