Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাস-মিনিবাস-ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু


২৯ নভেম্বর ২০১৮ ১৩:৪০ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৪:০২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে তিনটি পরিবহনের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র একজনের পরিচয় পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা কড্ডার মোড় এলাকায় এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

কড্ডার মোড়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে আলিফ পরিবহনের বাসটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে এবং মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলেই চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত অবস্থায় আরো ২০ যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান।

নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সুমি আখতার আয়েশা (৩৫)।

সারাবাংলা/এসএমএন

 

 

সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর