Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৬ পেশাদার ‘গ্রিল কাটা চোর’ গ্রেফতার


২৭ নভেম্বর ২০১৮ ১৯:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৬ জন পেশাদার ‘গ্রিল কাটা’ চোরকে অস্ত্র ও চুরির সরঞ্জামসহ গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

গ্রেফতার হওয়া ছয়জন হলেন- আবুল কালাম আবু (৪৮), কবির (২৮), নূরুন্নবী (৩২), মো.হোসেন (৩৫), আমীর হোসেন (৪৫) এবং ইমরান (২৫)।

তাদের কাছে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ এবং গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি সারাবাংলাকে বলেন, ‘এরা একটি সংঘবদ্ধ চক্র। সাধারণত দোকানে তারা চুরি করে। দিনে টার্গেট করা দোকান রেকি করে। ভোরে নামাজের সময় বের হয়। তখন রাস্তাঘাটে লোকজন কম থাকে। দোকানের সামনে রঙিন কাপড় টেনে কেউ শুয়ে থাকে, কেউ বসে থাকে। কাপড়ের আড়ালে গ্রিল কেটে দোকানে ঢুকে চুরি করে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ১০ মিনিটের বেশি সময় লাগে না।’

বুধবার নগরীর চান্দগাঁও এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরির পরিকল্পনা তারা চূড়ান্ত করেছিল বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/এনএইচ

গ্রেফতার চোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর