খালেদা জিয়ার প্রেস উইংসহ বিএনপির ৬৪ নেতাকর্মীর জামিন
২৭ নভেম্বর ২০১৮ ১৬:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৬:৩৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার পৃথক ৩ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া একই মামলায় বিএনপির আরো ৬৩ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জামিন-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
পরে আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসব মামলা হয়। এরপর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারসহ ৬৪ জনের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সারাবাংলা/এজেডকে/এমএইচ
আরও পড়ুন
রাজধানীতে নাশকতার মামলায় সাড়ে তিন শতাধিক গ্রেফতার