Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদমদীঘি থেকে অপহৃত সেই কিশোরী আশুলিয়ায় উদ্ধার


২৬ নভেম্বর ২০১৮ ১৮:০২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: বগুড়ার আদমদীঘি থেকে অপহৃত হওয়ার ছয়দিন পর ঢাকার আশুলিয়া থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) গভীর রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত গত ২০ নভেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় তারাপুর মন্দিরের কাছে সাদ্দাম হোসেন ও তার চার সহযোগী জোর করে মেয়েটিকে তুলে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মূল অপহরণকারী সাদ্দাম হোসেনের বাবা আব্দুস সামাদ ও সহযোগী সাব্বির হোসেনের বাবা মুরশিদ আলীকে গ্রেফতার করে।

প্রেম প্রত্যাখ্যান করায় তার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষা শেষে ওই কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : অপহরণের ৪ দিন পরেও খোঁজ মেলেনি কিশোরীর

সারাবাংলা/এসএমএন

অপহরণ আদমদীঘি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর