১০ ককটেলসহ ঝিনাইদহ জেলা জামায়াতের আমির গ্রেফতার
২৬ নভেম্বর ২০১৮ ১৩:০১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঝিনাইদহ: নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ নভেম্বর) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ককটেল ও বেশ কিছু বই জব্দ করা হয় বলে জানান সদর থানা অফিসার্স ইনচার্জ শেখ ইমদাদুল হক জানান।
তিনি জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে জব্দ করা হয় ১০টি ককটেল ও বেশকিছু জিহাদি বই। জেলা জামায়াতের আমিরের নামে বেশকিছু নাশকতার মামলাও রয়েছে বলে ওসি জানান।
সারাবাংলা/একে