Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রতীরে আটকা পড়ে প্রায় দেড় শ তিমির মৃত্যু


২৬ নভেম্বর ২০১৮ ১২:২৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১২:৩৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপে সমুদ্রতীরে আটকা পড়ে মারা গেছে অন্তত ১৪৫টি পাইলট প্রজাতির তিমি। আগন্তুকরা শনিবার (২৪ নভেম্বর) মেসন উপসাগরীয় অঞ্চলের ওই দ্বীপে মৃত তিমিগুলো দেখতে পান।

কর্তৃপক্ষ জানায়, অর্ধেকের বেশি তিমি তখনই মারা গিয়েছিল। তবে বাকিদেরও রক্ষা করা সম্ভব হয়নি।

পাইলট তিমি, সমুদ্রতীর, নিউজিল্যান্ড

এছাড়া, সপ্তাহজুড়ে আরও অন্তত ১২টি পিগমি ও স্পার্ম তিমি নিউজিল্যান্ডের বিভিন্ন সমুদ্রতীরে আটকা পড়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে ৪টি মারা যায়। বাকিগুলোকে পানিতে ভাসিয়ে দেওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

নিউজিল্যান্ডের রিজিওন্যাল ডিপার্টমেন্ট অব কনজারভেটিভ-এর কর্মকর্তা রেন লেপেন্স জানান, স্টুয়ার্ট দ্বীপে আটকা পড়া ওই  পাইলট তিমিগুলোকে পুনরায় সমুদ্রে ভাসিয়ে দেওয়ার সম্ভাবনা খুব কম ছিলো। সেইসঙ্গে, লোকবলের অভাব ও তিমিগুলোর অবস্থাও খারাপ হচ্ছিলো। তাই তাদের মৃত্যুর মতো এমন হৃদয়বিদারক ঘটেছিলো।

পাইলট তিমি, সমুদ্রতীর, নিউজিল্যান্ড

ডলফিন বা তিমি কেন সমুদ্র তীরে এভাবে আটকা পড়ে তা এখনো গবেষকরা আবিষ্কার করতে পারেননি। তবে ধারণা করা হয়, অসুস্থতা, চলার পথে দিক ভুল করা, জোয়ারে ভেসে অথবা সমুদ্রে অধিকতর বড় কোন প্রাণির হামলায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।

পাইলট তিমি, সমুদ্রতীর, নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিভিন্ন সমুদ্র তীরে তিমির আটকা পড়ার ঘটনা বিরল নয়। প্রতিবছর আনুমানিক এমন ৮৫টি ঘটনা ঘটে। তবে একসাথে তিমির দল সমুদ্র তীরে আটকা পড়ার ঘটনা সাধারণত ঘটে না।

সারাবাংলা/এনএইচ

নিউজিল্যান্ড পাইলট তিমি সমুদ্রতীর

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

কবে বিশ্রাম পাবেন নাহিদ রানা?
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:১৪

আরো

সম্পর্কিত খবর