Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি, বন্দুকধারী নিহত ও আহত ২


২৩ নভেম্বর ২০১৮ ১৬:০০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি শপিং মলে শারীরিক কলহের জের ধরে গুলির ঘটনা ঘটেছে। পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী। বৃহস্পতিবার (২২ নভেম্বর) হোভার শহরে এ ঘটনা ঘটে বলে জানায় সিএনএন।

পুলিশের বরাতে বলা হয়, রিভারচেজ গ্যালেরিয়া নামের একটি শপিং মলে এক কিশোর ও বন্দুকধারীর মধ্যে তর্ক-বিতর্ক ও শারীরিক কলহের ঘটনা ঘটে। এরপর বন্দুকধারী ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় ও পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়। তবে কি নিয়ে কলহের সূত্রপাত ঘটেছিলো তা নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনায় বারো বছরের এক মেয়েও গুলিতে আহত হয়েছেন। মেয়ে ও কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে রাতের জন্য শপিং মলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএইচ

বন্দুকধারীর হামলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর