লালমনিরহাটে বাসের ধাক্কায় দুই জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০১৮ ১২:০৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৩:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় একটি নৈশকোচের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগ্রাম ইউনিয়নে ফকিরের তকেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হচ্ছে, ট্রাকের হেলপার আবুল কাশেম (৪৫) ও শিশু মোস্তাফিজুর (১০)। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ফকিরের তকেয়া বাজারে রাস্তার পাশে একটি বিকল ট্রাক মেরামত করছিলেন ট্রাকের হেলপার আবুল কাশেম। এসময় এক শিশুও ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হক স্পেশাল পরিবহনের একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে বাসের আরো ৫ যাত্রী আহত হয়। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ