কুয়াশারা গলে গলে রূপ নিচ্ছে জমাট বাঁধা হিরেয়
২১ নভেম্বর ২০১৮ ২০:২৪ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৮:৪৭
কুয়াশার চাদর মুড়ি দিয়ে বেড়াতে এসেছে শীত। ভয়ে গুটিশুটি মারতে শুরু করেছে সূয্যিমামা। কুয়াশারা গলে গলে রূপ নিচ্ছে জমাট বাঁধা হিরের দলায়। যদিও রাজধানীতে এর প্রভাব পড়তে শুরু করেনি। তবুও শীতের আগমনী বার্তা দিতে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সারাবাংলা/এমআই