রংপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু
১৮ নভেম্বর ২০১৮ ১২:৪২ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১২:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রংপুর: রংপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার লাহিড়ীহাটে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে রংপুর থেকে একটি ইজিবাইক বদরগঞ্জ যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে চাপা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও চারজন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় আরও একজন মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মরদেহ চারটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।
সারাবাংলা/এমএইচ