সিরাজগঞ্জে পিকআপ চাপায় ২ পথচারীর মৃত্যু
১৮ নভেম্বর ২০১৮ ০৯:৩৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০৯:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
রোববার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে দুই পথচারীর মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে।
সারাবাংলা/এমএইচ