Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে যাচ্ছে রাবির ৬ ভবনের নাম


১৭ নভেম্বর ২০১৮ ১৪:৫৮

।। রাবি করেসপন্ডেন্ট।।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়টি একাডেমিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের ছয়জন বিশিষ্ট ব্যক্তিদের নমানুসারে এ একাডেমিক ভবনগুলোর নামকরণ করা হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া নেতৃত্বে একটি কমিটি বিশ্ববিদ্যালয়ের চারটি বিজ্ঞান ভবন, চারুকলা ভবন এবং কৃষি ভবনের নামের পরিবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে।

বিশিষ্ট গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বোস, বিখ্যাত রসায়নবিদ মুহাম্মদ কুদরত-ই-খুদা, স্যার জগদীশ চন্দ্র বসু, বিশিষ্ট গণিতবিদ পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নমানুসারে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিজ্ঞান ভবনটির নামকরণের প্রস্তাবটি করেছে কমিটি।

অন্যদিকে, বাংলাদেশ-ভিত্তিক আমেরিকান বিজ্ঞানী অধ্যাপক মাকসুদুল আলমের নামে কৃষি অনুষদ ভবন ও বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে চারুকলা ভবনের নামকরণের প্রস্তাবও করেছে কমিটি।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া বলেন, দেশের অনেক বিখ্যাত বিজ্ঞানী, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের অবদানের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভূষিত হয়েছেন তাদের নমানুসারে আমরা এ প্রস্তাব করেছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৫০ বছরের মাস্টার পরিকল্পনার গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাকিব আহমেদ ও অধ্যাপক মো. রেজাউর রহমানকে এর ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান উপ-উপাচার্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

একাডেমিক ভবন নামকরণ রাবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর