Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের পরিবেশ নষ্ট করতেই হামলা : ফখরুল


১৪ নভেম্বর ২০১৮ ১৬:১৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ২০:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকার ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই মুখপাত্র।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন কমিশনে এসে সংলাপের শুরুতেই একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আইন শৃঙ্খলাবাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। এখনি ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।’

এদিকে, বিকাল সাড়ে তিনটায় ইসির সম্মেলন কক্ষে প্রবেশ করেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে এতে ইসির কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম উপস্থিত রয়েছেন।

কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমেদ; আবদুল মালেক রতন; কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মুনটু, মোকাব্বির খান; নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম; জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী আহমদ রয়েছেন প্রতিনিধি দলে।

সারাবাংলা/ জিএস/জেএএম

নির্বাচন বিএনপি ভোটের পরিবেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর