নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর
১৪ নভেম্বর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৪:৪০
।। স্পেশাল করেনপন্ডেন্ট ।।
ঢাকা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় রিজভী এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই যে শান্তিপূর্ণ প্রাণের মেলার ওপর আঘাত করে তারাই অশান্তি সৃষ্টি করলো। আমরা কোনো আক্রমণ করি নাই। কিন্তু আমরা অশান্তি করবো না। পুলিশের এই আক্রমণের আমি প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, তীবক্র নিন্দা জানাচ্ছি। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।’
এর আগে তৃতীয় দিনের মতো দলের মনোনয়নপত্র বিক্রির দিনে দুপুর ১টার দিকে বিএনপি অফিসের সামনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা পুলিশের টহল গাড়ি ও একটি মাইক্রোবাসে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।
আরো পড়ুন : বিএনপি অফিসের সামনে গুলি, গাড়িতে আগুন
সারাবাংলা/এসএমএন