Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভোট পেছানোর দাবি হাস্যকর: কাদের


১৩ নভেম্বর ২০১৮ ১৬:১৪

ছবি: ফাইল

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছাতে হবে এর চেয়ে হাস্যকর, অবান্তর, ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন।

প্রথম ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের তারিখ ছিল ২৩ ডিসেম্বর। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন সাতদিন পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের নতুন দিন ঠিক করে নির্বাচন কমিশন।

পুনঃতফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বলা হচ্ছে, ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘বড়দিন’। এছাড়া ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইট। যা বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে উদযাপন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে তাহলে সারাদেশের জনগণই তাদের প্রতিরোধ করবে। কারণ জনগণ এখন নির্বাচনের মুডে রয়েছে।’

এ ছাড়াও আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক ও সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন। সে বিষয়টিও জানান তিনি।

সংসদীয় বোর্ডের তিন সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ও ড. আলাউদ্দিন আহমেদ অসুস্থ থাকার কারণে নতুন তিনজনের নাম অন্তর্ভুৃক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন ফরম আজকেও জমা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ সয়ম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমআই/একে

নির্বাচন পর্যবেক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর