Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাধ্যতামূলকভাবে ৮ দিবস পালনের রিট খারিজ


৮ জানুয়ারি ২০১৮ ১৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ দেশের সব নাগরিকের জন্য বাধ্যতামূলকভাবে আটটি দিবস পালন করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সরাসরি এ রিট খারিজ করে দেন।

দিবসগুলো হলো- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ৩ নভেম্বর জেলহত্যা দিবস।

সুপ্রিম কোর্টের আইনজীবী শহিদুল ইসলাম গত ৩ জানুয়ারি এ বিষয়ে একটি রিট করেন। পরে ৪ জানুয়ারি শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ঠিক করে দেন।

বিজ্ঞাপন

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিটে সব রাজনৈতিক দলের জন্যও দিবসগুলো বাধ্যতামূলক পালনের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছিল এবং যেসব দল এসব দিবস পালন করবে না, তাদের নিবন্ধনও বাতিল চাওয়া হয়েছিল।

সারাবাংলা/এজেডখান/টিএম