জাবি’তে অতিথি পাখি সুরক্ষায় ‘সেভ দ্য ন্যাচার’র উদ্যোগ
১২ নভেম্বর ২০১৮ ২৩:১০ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ২৩:২৫
।।জাবি করেসপন্ডেন্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতের সঙ্গে সঙ্গে আগমন ঘটেছে অসংখ্য অতিথি পাখির। এই অতিথি পাখিদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সেভ দ্য ন্যাচার’ জাহাঙ্গীনগর শাখা।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অতিথি পাখি দেখতে আসা দর্শনার্থীদের জন্য নির্দেশনা সম্বলিত প্ল্যাকার্ড লাগিয়েছে সংগঠনটি।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সেভ দ্যা ন্যাচার’র সভাপতি তৌফিক আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজীম সৈকত প্রমুখ সহ সংগঠনটির অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ক্যাম্পাসের বেশ কয়েকটি লেকের পাশে অতিথি পাখি সুরক্ষায় দর্শনার্থীদের জন্য সচেতনতামূলক প্লাকার্ড লাগানো হয়।
সারাবাংলা/ আরএ