Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকরাইলে মা-ছেলে হত্যা : প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি


৮ জানুয়ারি ২০১৮ ১২:০২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেছে আদালত। আগামী ১১ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে বলা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।

এ মামলায় নিহতের স্বামী আবুল করিম দুই দফায় দশ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। অন্যদিকে দশ দিনের রিমান্ড শেষে আবুল করিমের তৃতীয় স্ত্রী শারমীন আক্তার মুক্তা এবং ছয় দিনের রিমান্ড শেষে  হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মুক্তার ভাই আল আমিন ওরফে জনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওন (ওলেভেল শিক্ষার্থী)কে গলা কেটে হত্যা করা হয়। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন- পেঁয়াজ আমদানিকারক।

ওই ঘটনায় গত ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামিরা করা হয়।

সারাবাংলা/এআই/টিএম

মা-ছেলে হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর