Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কর দেওয়ার যোগ্য অনেকে কর দেন না’


১২ নভেম্বর ২০১৮ ১৭:০০ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৭:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: দেশে কর দেওয়ার যোগ্য অনেকে কর দেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ২০১৭-১৮ কর বর্ষে চট্টগ্রাম বিভাগের সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন মেয়র।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘জনগণ কর দেয় বলেই দেশের বাজেটের আকার বাড়ছে। যার যা সুযোগ আছে তা দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। গরিব দেশের নাগরিক হওয়া কোনো সম্মানের বিষয় নয়। কর দেওয়ার যোগ্য অনেকে কর দেন না। আশা করি, স্পষ্ট ধারণা পেলে অনেকে এগিয়ে আসবে। এতে সবাই উপকৃত হবে।’

মেয়র আরও বলেন, আয়কর নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা ও সমালোচনা আছে, এটা বাস্তবতা। দেশের যে অগ্রগতির পেছনে উদ্যোক্তা ও চাকরিজীবীদের। তারা কর দিয়েছেন বলেই দেশের এ উন্নতি। উন্নত দেশের স্বপ্ন দেখি আমরা। এর জন্য দেশপ্রেম দরকার। তাহলে দেশকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। নির্ধারিত জাতীয় দিবসগুলোর বাইরেও দেশপ্রেমের পরিচয় দিতে হবে।

‘আমাদের প্রত্যাশা সমৃদ্ধ জাতি হব এবং মর্যাদাশীল দেশের নাগরিক হব। কর দেওয়ার বিষয়ে সচেতনতার অভাব আছে। আমরা ভাবি, কেন কর দেব?’

একই অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘কর আদায় নিয়ে আমরা অনেক হয়রানির কথা শুনি। ব্যবসায়ীরা শতভাগ সততার সঙ্গে ট্যাক্স দেয়, সেটা বলছি না। কিন্তু প্রতিবছরই একই লোক ট্যাক্স দেয়, তাদেরই বাড়তি দিতে হয়। করদাতার সংখ্যা এবং আওতা বাড়াতে হবে। কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে হবে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনবিআর সদস্য রওশনা আরা আক্তার এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০১৭-১৮ করবর্ষে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত ব্যবসায়ী সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম কর অঞ্চল-১-এর সর্বোচ্চ কর প্রদানকারী এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের অসিত কুমার সাহাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৯ জনকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/এমআই

আয়কর কর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর